পরিভ্রমণ
পরিভ্রমণ
যে যাপন থেকে আমি সব সময় পালাতে চেয়েছি
যে যাপনকে পেছনে ফেলে আমি একটি অন্য পৃথিবী গড়তে চেয়েছি
সেই যাপনই প্রতি মুহূর্তে চুপিসারে আমায় অনুসরণ করেছে
আমার একান্ত নিজস্ব পৃথিবীতে বসত গড়েছে আমারই অজ্ঞাতে ।।
অথবা সবটুকুই হয়তো আমার ভ্রম
আমি যেখানে ছিলাম, সেখানেই আছি,
স্থানচ্যুত হইনি একচুলও
আমাকে কেন্দ্রে রেখে শুধু একটি বৃত্তীয় পরিভ্রমণ সম্পূর্ণ হল।।