STORYMIRROR

Munmun Mukherjee

Abstract Fantasy

3  

Munmun Mukherjee

Abstract Fantasy

যাপিত জীবন

যাপিত জীবন

1 min
81

আজকাল কথার পিঠে কথা জুড়লেই ছাই রঙা মেঘের আড়ালে ঢাকা পড়ে দৃশ্যমান সুখ-পাখি।

কালবৈশাখী হাওয়ায় বর্তমান খণ্ড বিখন্ডিত হয় এক নিমেষে।

টুকরো হয়ে যাওয়া সেই বর্তমানকে পায়ে দলে নীরা পিছিয়ে যায় স্মৃতির পথটি ধরে।

এই পথ চলায় সাথে থাকে তার রূপকথা জীবনের অদৃশ্যমান একাকীত্ব।

মাঝে মাঝে নীরা আনমনে পেরিয়ে যায় একের পর এক স্মৃতি-স্টপেজ।

কখনও একটু থেমে জিরিয়ে নেয়;

চকিতে ফিরে যায় প্রজাপতি ডানা মেলে উড়ে যাওয়া বিগত সময়ের গহ্বরে;

এক নিমেষে তুলে আনে রামধনু রঙা সুখ-স্মৃতি।

 যাপিত অতীত সুখের পরশে মেঘ কেটে সূর্য হাসে। 

ধীর পায়ে নীরা ফিরে আসে টুকরো টুকরো বর্তমানকে

পরম মমতায় ভালোবাসার রেশমী সুতোয় জুড়তে জুড়তে।

নীরার দীঘল দু’চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন মাখা…


Rate this content
Log in

Similar bengali poem from Abstract