রহস্য জমজমাট
রহস্য জমজমাট
তোমার দুচোখের গভীরতা সমুদ্রের মতো,
যেখানে আমার সব ভালোবাসা নিমজ্জিত।
ঐ গভীরতায় সাঁতার কাটা নিজেকে ভাসিয়ে,
যেন নিদ্রাহীন ভাবে বসবাস রহস্যের সাথে
যেখানে তোমার বসবাস এবং অজানা দীর্ঘশ্বাস
তোমার হৃদস্পন্দনের তরঙ্গের মধ্যে খুঁজে বেড়াই,
প্রতিটি বিন্দু জানতে তোমার অসীম রহস্যের।
আর তারপর ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে যাই,
দিনে দিনে শুধু বাড়তেই থাকে কোন কারণ ছাড়াই।
আমার গভীর আত্মা তোমাকেই ভালবেসে যায়,
শুধু তোমাকেই ভালবেসে যাই , শুধু তোমাকেই ,
হৃদয় হারিয়ে তোমার তরঙ্গের মাঝে সাঁতরাই,
যেখানে ভালোবাসার কোন বাধা নিষেধ নেই।
এটা শুধু তোমার প্রেমেই হয়ে থাকে প্রেমময়,
বাকী পৃথিবীর কাছে যা হয় জমজমাট রহস্যময়।

