STORYMIRROR

Sunanda Chakraborty

Romance Others

3  

Sunanda Chakraborty

Romance Others

রাতের স্বপ্ন

রাতের স্বপ্ন

1 min
147


হাড় হিম করা স্বপ্নগুলো 

গর্জন করে ওঠে মধ্যরাতে ,

তুমি আমি এখনো যেন মত্ত আছি গভীর আলাপনে ।

বেঁচে থাকার লড়ায়ে , আমরা দুজন দুজনের প্রতিবন্ধী ,

তবু ভালোবাসা চাই ! 

অনাকাঙ্খিত প্রেম , জীবনে নিয়ে আসে পরিবর্তন , 

যা ছিল না আর যা চাইনি তা হবে এবার ।

আমার কাঁধ রাখতে চেয়েছি তোমার মাথায় ,

তবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের কথা ভুলে ।

আমি হাঁটতে চেয়ে তোমার হাত ধরে ,

গোধূলী লগ্নে গঙ্গার তীর বরাবর ।

সূর্য ডুবে যায় , ধেয়ে আসে ভয়ঙ্কর আঁধার ,

তুমি আমি প্রচন্ড ঝড়ের অপেক্ষায় ।

তারাগুলো ফুটবে এবার জুঁই ফুলের মত,

সাজিয়ে দেবে বিছানাটা ফুলসজ্জার মত ।

ঠোঁটে লেগে থাকা একটু প্রেম চাইবে তুমি ছড়িয়ে দিতে ,

উন্মত্তের সুরে ডাকবে পেঁচা , 

জানান দেবে রাতের নীরবতা।

লুকিয়ে আছে ঝিঁঝিঁ পোকার ফল , জোনাকিরাও সঙ্গী আজ হবে বুঝি ,

মোরগ ডাকা সেই ভোরে চোখ খুলি ক্লান্ত হয়ে, সবটাই তবে স্বপ্ন ছিল বুঝি ।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance