রাস্তার দু ধার
রাস্তার দু ধার


রাস্তার ওপারে কালো জামা,নীল জিন্স
এক ভদ্রলোক।
আর এপারেতে সাদা গেঞ্জি,লুঙ্গি পরে
একটি লোক।
চায়ের দোকানে কালো জামার
সিগারেটে সুখটান।
সাদা গেঞ্জি সেই দিকেতেই
করেছে দৃষ্টিদান।
কালো জামা আয়েশ করে
সিগারেট আহামরি,
লুঙ্গির গিট টা খুলে
সাদা গেঞ্জি নিল বিড়ি।
সাদা গেঞ্জি বিড়ি ধরায়
সেও আয়েশ করে ভারী।
আয়েশ টা তো একইরকম
হোক সিগারেট কিংবা বিড়ি।
সাদা গেঞ্জি গর্ব করে
মুখটা টিপে মুচকি হাসে
ওমা! তার ভাবটা যেন
সেই বা যায় কমটা কীসে!
সাদা গেঞ্জি মনে করে
তার আরামেই পাল্লা ভারী
এমন সময় হঠাৎ করে
বদল হয় ঘটনার-ই।
কালো জামা গগলস পরে
ওলা এসে দাড়ায় পাশে।
সাদা গেঞ্জি হেরেই গেলো
মুখ যে তার হয় ফ্যাকাসে।