STORYMIRROR

Sourya Chatterjee

Abstract Fantasy

3  

Sourya Chatterjee

Abstract Fantasy

সূর্যমুখী

সূর্যমুখী

1 min
76

কোনোদিন ও হাঁটা হয়নি

সূর্যমুখীর ক্ষেত ধরে।

তবুও কোন ফাঁকে যেন

 মন ছুটে চলে যায় সেখানে

সঙ্গী হয় স্বপ্ন।


ঘন কালো মেঘ জমে।

মায়ের কোলে ঘুমিয়ে পরে সূর্যমুখী।

বিদ্যুৎ চমকায়, 

ভয় পায় মন।

জাপটে ধরে স্বপ্নকে।


আবার রোদ ওঠে,

সূর্যমুখী খেলতে বেরোয়।

খেলার সঙ্গী করে রোদকে।

ডাকে মনকে, স্বপ্নকে।

ভারী হয় কল্পনার দল।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract