STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

3  

Kausik Chakraborty

Abstract Others

রাস্তা

রাস্তা

1 min
189


প্রতিটা অন্ধকার গলির একটা গন্তব্য থাকে

সেটা বুকে তুলে রাখা যায় সমস্ত বিপ্লবের সন্ধানে-

আলো জ্বালবার চিরকালই একটা ধরাবাঁধা নিয়ম ছিল

সেটা শরীরে গড়িয়ে পড়া নিয়নের দিকে হোক 

অথবা জনশূন্য হ্যামলিনে বসন্তের বাগানে...


বাঁশির শব্দে ছুটে আসতো শরীরহীন অজস্র মানুষ

যারা নিয়মের মধ্যে থেকে চোখে দেয় নি সম্পর্কের ঠুলি

শেষ পর্যন্ত আমিও দিশাহীন 

আমি অন্ধকার ঘরে আলো জ্বালবার আগে ঘুরে দেখি আয়নার কাচে-

যতবারই নাইট ল্যাম্পের আলোয় নিজেকে সাহসী মনে হয়

ততবারই মিশেলের জন্য তৈরি হয়ে যায় অনাড়ম্বর ঝুলন্ত উদ্যান।


বুকের মধ্যিখান দিয়ে আমিও হেঁটে পেরিয়ে গেছি উদ্যানের সমস্ত অন্ধকার কোণ

কথা দিচ্ছি

প্রতিবার বাঁশির সুরের সাথে সাথে 

আমি খুঁজে দেখব না হারিয়ে ফেলা সেই নির্ভরতার রাস্তাটুকু।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract