রামধনু
রামধনু
রামধনু বিরাজ আকাশে
এক পশলা বৃষ্টি শেষে
সাত রঙে হাসে।
সাতরঙা রশ্মি আলােকের ভিড়ে।
আকাশ প্রান্তে ধনু ওঠে অতি ধীরে।
সুবিশাল স্নিগ্ধ মনােরম তরী।
কী বাহার রামধনু আহা মরি মরি।
ছােটোদের কাছে ধনু স্নেহ ভরা দান,
গাইছি এই নিয়ে রামধনু গান।
