পুজোর মরশুম
পুজোর মরশুম


কাশফুলে সজ্জিত চতুর্দিকের মাঠ-ময়দান,
আকাশে-বাতাসে শ্বেতশুভ্র মেঘের হাতছানি,
মহালয়ার আবাহনী বন্দনায় উমার আগমনী বার্তা,
দেবীর মর্ত্যে আগমনে উচাটন আপামর জনগণ,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আমেজ সর্বত্র,
পুজোর মরশুমে একটা বিশেষ অনুরণন ঘরে-বাইরে।
আসছেন বছর ঘুরে পুনরায় দেবী দুর্গতি নাশিনী –
আজ আনন্দের সওগাতে উদ্বেলিত সকল জনগণ।
আলোর রোশনাই-এ ভাসছে পথের দু'ধার,
বর্ণাঢ্য প্যাণ্ডেলের বাহারে উড়ছে দেদার টাকাপয়সা,
মানবিক অস্তিত্ব বর্ণচ্ছটার সাদর আহ্বানে মাতোয়ারা।
পুজোর মরশুমে ফিরে দেখা আরেকটি বছর –
অহর্নিশ রঙিন দিবাস্বপ্নে বিভোর অভাগা ধর্মহীন মানুষ,
উমার পুষ্পার্ঘ্য ছেড়ে দু'মুঠো অন্নের সন্ধানে নিমগ্ন,
ঘুচতে পারে দারিদ্র্যের কলঙ্কতিলক আবার উৎসবে!
অস্থায়ী আবাসে কয়েকটি দিন সুখী সংসারের আশকারা,
তবুও আঁধারে আমিত্ব, বিচ্ছিন্ন একাকীত্ব,
খুঁজে বেড়াই অফুরন্ত খরচার যৌক্তিকতা।