প্রতিবন্ধী নয়
প্রতিবন্ধী নয়
তুমি প্রতিবন্ধী নও, তুমি জাদুকর, শরীরের অসহযোগিতা কে ফেলে, এগিয়ে যেতে চাও অনেকদূর।
অনেকেই বলে তুমি প্রতিবন্ধী,
সাধারণ নয় সবার মতো।
সত্যি তুমি সাধারণ নও,
তুমি অসাধারণ,
শরীরের প্রতিবন্ধকতা কে হারিয়ে,
এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ করেছো গ্রহণ।