প্রথম প্রেম
প্রথম প্রেম

1 min

604
বৃষ্টির সাথে ভিজতে চাই
ভেজা চুলের সাথে শ্যাম্পু !
এই, কোন সাবান টা ইউজ করো তুমি ?
আমি সৌমির ক্যান...
বৃষ্টির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজ রোদ্দুর...
ফাঁকা ট্রাম লাইন
দূরে তোমার চুলের ঘনঘটা, নীল ঢেকে রেখেছে
সরিয়ে নাও প্লিজ,
আমাকে মাখতে দাও সোনালী দুপুর !
বোকাবাক্স টায় হেমন্ত বাজছে
কফিহাউসের সেকেন্ড ফ্লোর-এ বুঝি তুমি ?
জায়গা টা আজ কিনে নাও
সিগারেট খাবো দু-জনে ,
প্রথম ঠোঁটে আমি দ্বিতীয়তে তুমি...