প্রথম প্রেম
প্রথম প্রেম


কলেজ গেটে মুখোমুখি
অনুভূতির প্রথম পাতায়
এগিয়ে গিয়ে ফিরে তাকানো
অবাধ্য চুলের আশকারায়।
সময় গেল চিনতে চিনতে
দু-এক কথায় মিষ্টি হাসি,
শিহরণের প্রথম ছোঁয়ায়
মন বলল ভালোবাসি।
সুযোগ পেলে কখনও ফুচকা,
কখনও মাটির চায়ের ভাঁড়,
গল্পে গল্পে গড়াতো দিন,
চলার পথে অঙ্গীকার ।
উপহারের প্রথম দিন
লাল গোলাপে লজ্জা মিশে -
প্রথম প্রেমে আমিও সেদিন
হাত ধরেছি এগিয়ে এসে ।
কলেজ শেষে অন্য জগৎ
সম্পর্কের বাস্তবতায় -
অটুট প্রেমে দৃঢ় তুমি,
ভালোবাসার দ্বিতীয় পাতায়।
হাসলে তোমার গালের টোল,
লজ্জা পাওয়া চোখের মায়া-
প্রেম মরশুমে বসন্ত হঠাৎ
বদলে যাওয়া আবহাওয়া ।।