প্রথম প্রেম
প্রথম প্রেম


তুমি তো সেই প্রেম
আমার প্রথম প্রেম
তোমার বুকে আমার সব কষ্টের শেষ
তোমার চোখে দেখা ভালোবাসার দেশ
তোমার থেকেই প্রেম
হা আমার প্রথম প্রেম
তোমার হাত ধরে আমার পথ চলতে শেখা
তোমার কল্পনার বর্নপাঠ আমায় ঘিরে আঁকা
তোমাকে দিয়েই প্রেম
সেই আমার প্রথম প্রেম
তোমার ভোরের সূর্য রাতের তারা আমায় দেখে
তোমার সুরের ধ্বনি আমায় নির্ভরতায় ভরিয়ে রাখে
তুমি তো সেই প্রেম
মা গো আমার প্রথম প্রেম