প্রথম পাঠ
প্রথম পাঠ
তুমি যেমন ছোট্ট থেকে হচ্ছ ক্রমে বড়ো,
গাছেরাও হয় চারা থেকে বিরাট মহীরুহ।
তোমার যেমন যত্ন লাগে, খাবার, হাওয়া, জল;
পরিচর্যা ঠিক মতো করো, গাছেও দেবে ফল।
নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে গাছে,
আলো, বাতাস, জলের ধারায় বাঁচার মন্ত্র আছে।
বড় হয়ে গাছ যেমনি দেয় যে শীতল ছায়া,
ক্লান্ত পথিক বিশ্রাম পায়, মনোরম আবহাওয়া।
তোমার মনে যেমন জাগে উচ্ছ্বাস, কোলাহল;
পাখিরা সব শাখায় বসে গাছের বাড়ায় বল।
পরিবারের শক্তি তুমি, মায়ের মনোবল,
গাছের শিকড় আঁকড়ে ধরে মাটির দৃঢ় স্থল।
সহ্য করে ঝড় ঝাপটা, হাওয়ার দাপট কমে,
ছাতা ধরে তোমার মাথায় যখন বৃষ্টি নামে।
ছোট থেকেই গাছের তুমি পরিচর্যা করো,
পরিবেশটা বাঁচিয়ে রাখার মানসিকতা গড়ো।
গাছ বাঁচলে জীব বাঁচবে, নদীও পাবে প্রাণ,
কাজল মেঘের বারিধারায় পৃথিবী করবে স্নান।
চাষীর মুখে ফুটবে হাসি, ফসল হবে ভালো,
পশু, পাখি, মানুষ জনের ফুটবে প্রাণে আলো।
তোমার স্বভাব নম্র হবে, জাতির জাগবে আশা,
দেশের এবং দশের তরে, চাই গাছকে ভালোবাসা।
