প্রথম দেখায় ভালোবাসা
প্রথম দেখায় ভালোবাসা
যেদিন তোমায় দেখলাম প্রথম
কলেজ যাবার পথে,
মনে হলো বলছি তোমায়
এসো আমার সাথে।
করবো খেলা আমরা মেলা
সবুজ ঘেরা মাঠে,
বাসবো ভালো তোমায় আমি
বাধ আসবে না পাঠে।
ভালো বাসলাম তোমার মৃগ
নয়ন পানে চেয়ে,
রাধা ভাবে হৃদয়ে এলো
প্রেমের বন্যা ধেয়ে।
তুমি ভালো বাসলে কি না
জানতে চায়নি সেদিন,
বিশ্বাস ছিলো তোমার প্রেমে
অবশ্য নাইবো একদিন।

