STORYMIRROR

Sampa Maji

Romance Fantasy

2  

Sampa Maji

Romance Fantasy

প্রথম দেখা

প্রথম দেখা

1 min
550

মনে পরে আমাদের প্রথম দেখার দিন

গোধূলির রক্তিম আলোয় আকাশ ছিল রঙিন

সবুজ মাঠের প্রান্তে এলো চুলে দাঁড়িয়ে ছিলে

বাতাসে ঘুনে যাওয়া চুল বারবার ঠিক করছিলে

তোমায় যে কেউ দেখছে তুমি লক্ষই করোনি

আচমকা কেউ এসে এভাবে প্রোপোজ করবে ভাবিনি

আমিও বুঝতে পারছিলাম না সেদিন কি হয়েগেল

কোনো কিছু না ভেবেই এ মন তোমায় ধরা দিল

প্রথম দেখায় হারিয়ে ফেলার ভয়টা পেয়েছিলাম

তাই হঠাৎ এমনটা কাজ করে ফেলেছিলাম।



Rate this content
Log in

Similar bengali poem from Romance