STORYMIRROR

Bipattaran Misra

Fantasy

5.0  

Bipattaran Misra

Fantasy

প্রথম বিরিয়ানী

প্রথম বিরিয়ানী

1 min
1.0K


আমি বেজায় ভোজন রসিক 

      প্রিয় খাবার বেশ কতক, 

কোনটা রেখে কোনটা বলি 

      জিভটা করে শক্ শক্!


তারই মধ্যে একটা প্রিয় 

      খাদ্য-কথা বলব আজ, 

খাওয়াও যদি খেতেই পারি 

        মনে খিদে নাই লাজ।


প্রথম যেদিন চিপ্ অ্যান্ড বেস্ট এ

         খেতে গেলাম বিরিয়ানী, 

গন্ধ শুঁকেই প্রেমিক হলাম

        খেলে কী হবে কী জানি! 


এরপরে যেই প্লেটভর্তি 

     সঙ্গে স্যালাড, চিকেন চাপ, 

সামনে এলো বিরিয়ানী 

      ভাবছি কী এ বাপরে বাপ! 


সুগন্ধে মন আহ্লাদিত 

    আমরা চারটি সঙ্গী মিলে, 

হেসে হেসে গল্প করে 

    ভোজন করি জগৎ ভুলে! 


খাওয়ার শেষে পরিতৃপ্ত 

      খুশির হাওয়ায় ভেসে, 

ঘরে এলাল পাড়ি দেবো

        ঘুম পরিদের দেশে!


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy