STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Action Inspirational

3  

TUHIN SAJJAD SK

Abstract Action Inspirational

প্রশ্ন

প্রশ্ন

1 min
578

শুধু কি উষ্ণ শীতের সকাল ---

কেবলই বর্ষায় ধূলো ওড়া পথের বেহাল ---

ভালোবাসার সংজ্ঞার কি কোন পরিবর্তন হয়নি --- ?

বদলায়নি ভক্তি শ্রদ্ধার মন্দিরের দেওয়াল ?

এ কি কেবলই দূষণের কালো ছায়া ---

শুধু কি কার্বন কণার আঘাতেই দীর্ঘশ্বাস !

বদলায়নি বিধির বিধান ---

চলছে না মিথ্যের রাজ্যশাসন ?

তবে কেন মিথ্যা দোষারোপ ওই কংক্রিটের স্বর্গ কে ---

যেখানে আমরা খুঁজে চলেছি সুখের চাবি রুদ্ধশ্বাসে ,

কিসের এতো আঙ্গুল তোলা

ধূসর পাতা দেখিয়ে,

কিশলয় হারিয়েছে তার সবুজ

তোমার আমার কর্মফলে ।

শুধু কি জলবায়ুর পরিবর্তন হয়েছে ---

আর কিছুই কি পরিবর্তিত হয় নি ?

বদলায়নি মানুষের নৈতিকতার পরিভাষা,

আর মানবিকতার প্রর্দশন ?

আজকে মানুষ বিদ্রুপের হাসি হাসে

যে মারে তার দিকে তাকিয়ে নয় ---

যে মার খায় তাকে দেখে !!

মানুষ তামাশা করে তাকে দেখে,

যিনি প্রতারিত হন;

যে ঠকায় তাকে দেখে নয় !!!

বড়ই আফসোস : ভেবে দেখুন তো....


Rate this content
Log in

Similar bengali poem from Abstract