প্রশান্তির হেমন্তে
প্রশান্তির হেমন্তে
হেমন্তের হিমেল পরশে,
শিশির সিক্ত ঘাসের শিহরণে,
তোমার ছবি হৃদয়ের পাশে,
মাধুরী মনের কোণে।
ফিরে যখন পিছন পানে দেখি,
বৃষ্টি ভেজা অনাবৃত কেশ,
ইচ্ছে করে আবার তোমায় ডাকি,
জীর্ণ খাঁচায় যৌবনেরই রেশ।
কেটে গেছে মেঘ, বর্ষা বিদায়,
শিউলিও গেছে ঝরে,
শরীর ছুঁয়েছে শীতল হাওয়ায়,
মন ভরেছে ভালোবাসার ভিড়ে।
মিষ্টি রোদের সোনালী রূপে,
আবেশ ভরায় তোমার দীপ্ত ছটা,
পক্ষীকুলের বিরামহীন সংলাপে,
শুনতে চেয়েছি প্রাণের গভীর কথা।
ফুলের ওপর প্রজাপতি মেলে ডানা,
মধুর সাথে রঙিন চিত্রকলায়,
প্রাচীন প্রেমের বিচিত্র আলপনা,
আঁকা রয়েছে মনের বালুকা বেলায়।
যত্নে রচিত শুদ্ধ প্রেমের আলয়,
অলিন্দে বাজে তোমার নুপুর ধ্বনি,
শান্তির খোঁজে বক্ষে উথালি প্রলয়,
শেষ বেলাতে জয়ের বার্তা শুনি।