STORYMIRROR

Sharmistha Mukherjee

Inspirational Others

3  

Sharmistha Mukherjee

Inspirational Others

প্রনাম উপহার

প্রনাম উপহার

2 mins
176


হে কবিগন , নমস্কার লহ মোর

ধন্য তোমাদের সৃষ্টি , 

তোমাদের কবিতায় আমার মতো

শত শত অতি সাধারণ নারীকে

তোমাদের কবিতার মাঝে জন্ম দিয়েছো , 

তোমাদের নিত্যনতুন কবিতা মালায়

আমি শত শত নামে জন্মেছি । 

রূপে - রঙে - সৌন্দর্যে চির নতুন করে

বারে বারে সৃষ্টি করেছো আমাকে , 

নমস্য তোমরা হে কবিগন

নমস্য তোমাদের উপহারের দানকে । 


কখনো তোমরা আমার নাম দিয়েছো

স্রোতস্বিনী , এক অনন্ত ধারাবাহক , 

তোমাদের কবিতার হৃদয় জুড়ে

এক অনন্তকাল ধরে আমি বহমানা । 

কতো কতো সভ্যতার সৃষ্টি দেখেছি

কতো সভ্যতাকে হারাতে দেখেছি

নিদারুণ কালের গর্ভে , 

কতো পাহাড়কে সাক্ষী রেখে

কতো শ্যামল মহীরুহের সাথে

জীবনের সুখ - দুঃখের - আন্দোলনের

বার্তালাপ করতে করতে বয়ে গেছি আমি

দূর হতে দূরান্তে । 

তোমাদের কবিতায় নদীর বাঁকে বাঁকে

নতুন যৌবন করেছো দান , 

কখনো পয়ার , কখনো অনুষ্টুপ

কখনো অমিত্রাক্ষর আরও কতো কতো

ভিন্ন ভিন্ন ছন্দে করেছো গঠন । 

দিয়েছো শত শত নামের উপহার

তোমাদের আলেখ্য লেখনীতে -

কখনো আমি গঙ্গা,

কখনো আমি জান্হবী  

কখনো কাবেরী

কখনো অন্তঃসলিলা ফল্গুধারা । 


তোমাদের কবিতায় আমার মতো 

অসামান্যাকে দিয়েছো 

ফুলের মতো রূপ - রঙ - সুগন্ধি ঢেলে , 

তোমাদের কবিতার মাঝে

আমি ফুল হয়ে উঠি ফুটে , 

আমার রূপ মাধুর্য - রসসুধার টানে

তোমাদের মতো ভ্রমর প্রেমিকের

অগাধ প্রেম মেলে । 

তোমাদের শব্দের অশ্রুজলে সিক্ত হয়ে

বিবর্ণ হই আমি , 

সুবাস হারিয়ে হই এক বিশ্রী বাসি ফুল । 

তোমাদের শব্দের হাসিতে আবার

প্রান পায় আমার নতুন কুঁড়ি , 

নতুন করে প্রান ফিরে পেয়ে হয়ে উঠি

রূপে - রসে - সুবাসে ভরা 

শত শত ফুলরাশি । 

তোমরা আমার নাম দিয়েছো কতো কতো

গোলাপ , জুঁই , কেতকী, কদম্ব 

আরো সব নাম শত শত । 


তোমাদের কবিতায় আমি মুক্ত বিহঙ্গ

সম্পূর্ণ বিস্তারিত গগনকে

তোমরা করে দিয়েছো আমার নামে , 

আমি তোমাদের হাত ধরে

সুন্দর সুসজ্জিত ডানায় ভর করে

মনের সুখে স্বপ্নের পসরা সাজাতাম , 

পত্রবাহকরূপে কতো কতো চিঠি

 কতো রঙিন খামে বয়ে আনতাম । 

তোমরা অনেক ভঙ্গিতে অনেক অনেক

নাম দিয়েছো মোর , 

দোয়েল , কোয়েল , ফিঙে , শঙ্খচিল

শালিক , পানকৌড়ি , চাতক , গাংচিল

আরো , আরো কতো কতো

সুমিষ্ট নামের ঘনঘোর । 


কবিগন তোমরা শব্দের জাল বোনো

তোমাদের হৃদয় জুড়ে শব্দের কারখানা , 

শব্দের মাধ্যমে লয় সৃষ্টি

তোমাদের শব্দ বুননে নাই মানা । 

আমাদের সৃষ্টি তোমাদের প্রেমে

আমাদের রচনা তোমাদের নামে

আমাদের কল্পনা তোমাদের ভালোবাসায়

আমাদের সুখ তোমাদের নিবিড় আলিঙ্গনে

তোমাদের লেখনীর সুধায় সুধায়

সাজাও আমাকে অপরূপা করে । 


আমাদের জন্য মেঘের কাছে পাতো হাত

মেঘের কাজল পরাবে বলে , 

চাঁদের কাছে পাতো হাত

নাকের নোলক ভিক্ষা চেয়ে , 

সূর্যের কাছে পাতো হাত 

তাতে তোমাদের হাত পুড়ে ছারখার -

শুধুই আমাদের ললাটে লাল সূর্যের মতো

রাঙা বিন্দি আঁকবে বলে , 

বৃষ্টির কাছ থেকে নূপুর আনো চেয়ে

আমার পায়ে রুণঝুণ বাজবে বলে , 

সাগরের কাছে চাও কয়েক আঁচলা জল

আমাকে করাতে শীতল স্নান । 


তোমাদের প্রেমে  

তোমাদের নিবিড় আলিঙ্গনে

তোমাদের উষ্ণ চুম্বনে

তোমাদের নেশার্ত চাহনিতে

আমার হয় মুক্তধারায় অবগাহন , 

আমার সকল নারীত্বে বর্ষিত হয়

তোমাদের অপার প্রেম -

লজ্জিত করে এই তুচ্ছ নারীকে

হৃদয়াকাশে জাগায় দহন । 


কতো জন্ম, কতো রূপ, কতো ঐশ্বর্যসুধা

ঢেলে দিয়েছো আমার মতো নারীকে , 

প্রেমে প্রেমে দিয়েছো ভরে

আমার হৃদয় ডালি । 


হে নমস্য কবিগন , তোমরা সকলেই

শতকোটি প্রনাম লহ আমার ,

 এই কবিতা মোর তোমাদের শ্রীচরণে

অতিশয় ক্ষুদ্র উপহার । 












Rate this content
Log in

Similar bengali poem from Inspirational