STORYMIRROR

Manik Goswami

Inspirational

3  

Manik Goswami

Inspirational

প্রকৃত শিক্ষা

প্রকৃত শিক্ষা

1 min
292


শিক্ষা কি শুধু বইয়ের পাতায়

শুধু নাম লিখতে জানা,

মানপত্র বা ডিগ্রির গুরুত্ব হারিয়ে যায়

মনের উদারতা যদি দেখানো হয় মানা।

জাগ্রত হয় বিচার ক্ষমতা প্রকৃত শিক্ষা সাথে,

গঠন করো চরিত্র তোমার, সাফল্য থাকবে হাতে। 

দূরীভূত করি অন্ধকারে শিক্ষার আলো ফোটে ,

জ্ঞানের আলোক ছড়িয়ে পড়ুক দশদিক, হাটে-বাটে।

কৌতূহলী মনের ব্যাপ্তি দিক দিগন্ত জুড়ে,

প্রকৃত শিক্ষা মানবতাবোধ, কুটিলতার আড়ে।

সংস্কারের প্রলেপ সরায়ে যুক্তিগ্রাহ্য কথা

গুরুত্ব পাবে অনেক বেশি, দেখাও ভদ্রতা।

পুঁথির বিদ্যা অভ্যাস বশে বাড়িয়ে তোলে রুচি,

গুনের বিচারে চারিত্রিক মানে প্রকৃত শিক্ষা শুচি ।

ভোরের বাতাসে স্নিগ্ধতা আছে, প্রফুল্ল করে মন;

জ্ঞানের মান উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রয়োজন।

গতানুগতিক শিক্ষায় যদি মন বসে না কারো,

পুঁথিগত বিদ্যা ছেড়ে কারিগরি শুরু করো। 

স্থির জলেতে শ্যাঁওলা জমে, বহমান জলে নয়;

প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ভেঙে দাও যত ভয়।

শিক্ষার সুখে মাপতে চেয়োনা ধনসম্পদের ভারে,

শিক্ষিত হও সহিষ্ণুতায় জীবনে আঁকড়ে ধরে ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational