পরকীয়া
পরকীয়া
তুই আজও ভাবিস আমার কথা।
তুই আজও ভালবাসিস আমায়।
লাল বেনারসি, সাদা চন্দনে সেজেছিলি সেদিন,
যেদিনটা হওয়ার কথা ছিল শুধু আমাদের।
সেজেছিলি ঠিক তেমনিই,
যেমনটা আমি স্বপ্নে দেখতাম প্রতিরাতে।
পার্থক্য শুধু একটাই—ফুলশয্যার খাটে
তোর পাশে আমি ছিলাম না, ছিল অন্য কেউ।
যে আমার এত বছরের ভালবাসাকে
মিথ্যে করে দিয়ে, তোকে কেড়ে নিয়েছিল আমার থেকে।
অনেকগুলি বছর পর আজ তোকে দেখলাম,
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে।
আজ তোর কাছে অনেক কিছু আছে—
অর্থ, অলঙ্কার, বাড়ি, গাড়ি আর তোর বর।
কিন্তু হারিয়ে ফেলেছিস তোর সেই হাসি,
যেটা দেখে আমি ভুলে যেতাম,
নিজের বেকারত্বের যন্ত্রণা।
আমি জানি, তুই আজও আমায় ভালবাসিস।
শুধু ভয় পাস ‘পরকীয়া’-র কলঙ্কটা মানতে।
এই ভয়ে তুই আমায় বঞ্চিত করিসনা,
তোর ভালবাসা থেকে।
তোর ‘পরকীয়া’ যে শুধু মানসিক,
আর আমাদের মিলন শুধু স্বপ্নে।
