প্রজাতন্ত্র দিবস,২০২২
প্রজাতন্ত্র দিবস,২০২২
তীয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজ ভারতের
জাঁকজমকে পালন করতে সবাই আছে তৎপর
প্যাড়েডের মাঠে দেখবে সবাই ভারতের পরাক্রম
কত স্লোগান ,কত প্রতিশ্রুতি শুনবে জনসাধারণ
ভুলেত গিয়েছে সবাই যে আজ এই দিবসের মহানতা
১৯৫০,২৬জানুয়ারীর অপূর্ব সেই বারতা
মহাত্মা গান্ধী ,লালা লাজপত, নেতাজি সুভাষ বোস
বীর সুরেন্দ্র,লাল বাল পাল্ যত জাতির নন্দ ঘোষ
এই রকমের নেতা যায় না তো দেখা স্বাধীন ভারতে
মহান শহীদের অমর আত্মা বিজনে বিলাপ করে
কত বলিদান নির্যাতন নিপীড়ন দেখেছে ভারত মাতা
সেই মহামানবের স্মরণে নত হয় আজ মাথা
হারালো কোথায় সম্বিধান ধারা ,মৌলিক অধিকার
স্বাধীন ভারতে শোনা যায় আজ মানবের হা হাকার
প্রতিশ্রুতি দিয়ে আসনে বসে স্বাধীন ভারতের নেতা
আসিবে কী ফিরে সেই শৌর্য,সে সুন্দর মহানতা ?
