প্রিয়তম, ভালো থেকো
প্রিয়তম, ভালো থেকো


তোমার দাক্ষিণ্যের শেষ ফোঁটাটুকু
খড়ি ওঠা রাতের বিবাগী চাতালে
পড়তেই দেখি,
স্তুতিগুলি প্রহসনে বেঁচে আছে।
কোশে কোশে জান্তব পুঁজে
গৌতমী পুষেছি অনেক-
তাদের খরোষ্ঠী ঠোঁটে, চোখের পাতায়
শেষ বেলাকার চিঠি,
"প্রিয়তম, ভালো থেকো"...
বুঝি নি, দু'এক ফোঁটা দয়া পরবশ
নিরুচ্চার আবেগ মেশানো
ভুলেদের পাশাপাশি,
আমার প্রতিজ্ঞাগুলি কখন ঘুমিয়ে গেছে
পৃথিবীর আয়ুরই মতো।