STORYMIRROR

ANKIT ROY

Classics

4.5  

ANKIT ROY

Classics

প্রিয়তম, ভালো থেকো

প্রিয়তম, ভালো থেকো

1 min
351


তোমার দাক্ষিণ‍্যের শেষ ফোঁটাটুকু

খড়ি ওঠা রাতের বিবাগী চাতালে

পড়তেই দেখি, 

স্তুতিগুলি প্রহসনে বেঁচে আছে। 


কোশে কোশে জান্তব পুঁজে 

গৌতমী পুষেছি অনেক-

তাদের খরোষ্ঠী ঠোঁটে, চোখের পাতায় 

শেষ বেলাকার চিঠি, 

"প্রিয়তম, ভালো থেকো"...


বুঝি নি, দু'এক ফোঁটা দয়া পরবশ 

নিরুচ্চার আবেগ মেশানো 

ভুলেদের পাশাপাশি, 

আমার প্রতিজ্ঞাগুলি কখন ঘুমিয়ে গেছে

পৃথিবীর আয়ুরই মতো।


Rate this content
Log in

Similar bengali poem from Classics