বৃত্তের পরিধি বেয়ে
বৃত্তের পরিধি বেয়ে
একটা গোল টেবিলের চারপাশে
চারটে কোণ খুঁজে খুঁজে
কেটে গেলো এতগুলো বছর।
আমার জীবন রাংতা মোড়া ফুলদানি,
কোনোদিন অন্ধকারের মতো
ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমায় না।
তার ব্যথাও স্বর্ণচাঁপার
মন ভোলানোর খেলা-
দ্রাক্ষা সুরার মতো মাতাল।
হঠাৎ জখম পেয়ে
শরীর যখন এফোঁড় ওফোঁড়,
যখন ঝড়ের তোড়ে সবকিছু
ধুয়ে মুছে সাফ,
তখন বুকে নিজস্ব ত্রিপল টাঙাই।
ত্রিপলের চারটে কোণের মাঝে
তখনও পড়ে থাকে জীবন, গোল টেবিল..