দেশ তুমি ভালো থেকো
দেশ তুমি ভালো থেকো


দূরে ভেসে যায় উড়াল সকট, তারই পিছু পিছু আমি,
ফেলে আসা সময়েরা আলোর চাইতে দামি।
ঘুণ ধরা জীবনের নোনা লাগা স্রোতে,
কত শত মণিহারা ডিঙি গেছে ছুটে;
তাদের সে না বলা গল্প ক্ষণিকে
হারিয়েছে মাঝপথে ছোট ডিঙিটিকে-
সময়ের চোরা স্রোতে রঙীন ধূসর
জীবনেরা ফেলে গেছে কত অভিসার!
একা একা বসে আছে এখনো সময়,
ভয় করে এই বুঝি ফের একা হয়।
ভালো আছি, ভালো থেকো কঠিন সময়-
আলোদের ভিড়ে তুমি ঠিক পাবে জয়।
বিশ্বের বাকি আছে এখনও এ বুকে,
দেশ তুমি ভালো থেকো আলো রেখে চোখে।