প্রেম ছোঁয়াবো
প্রেম ছোঁয়াবো


অমন করে তাকায় নাকি?
চোখের পাতায় কাজলদীঘি!
বর্ষা ঋতুর
ময়ূর পেখম,
তোর চোখেরই
স্বপ্ন পূরণ।
অমন করে তাকায় নাকি?
অমন করে হাসবি যদি,
ডাকবো তোকে তিতাস নদী।
পাহাড় ভেঙে
পথ বানাবো,
ডুব পুকুরে
বৃষ্টি ছোঁবো।
অমন করে হাসবি যদি!
এই মেয়ে তুই অমন করে
হাসবি নাকো, দেখবি নাকো-
তোর হাসিতে, তোর চোখের পাতায়,
ঠোঁটের ডগায় প্রেম ছোঁয়াবো।