প্রিয় ফুলের গন্ধ
প্রিয় ফুলের গন্ধ
আকর্ষণে ভরে রাখে
মুগ্ধ করে শুধু,
মন মাতাতে নাজানি
আছে কোন যে যাদু!
মন ছুয়ে যায় মনের টানে
সে ছুয়ে যায় ঘ্রান,
মৌ মৌ করে চারপাশে সে
ঘিরে ধরে সুঘ্রাণ।
আসক্তিরা জীবন জুড়ে
তাদের করে জায়গা,
"প্রিয় ফুলের গন্ধ" মেখে
শুকিয়েও তা ভালো লাগা।
ইচ্ছা
