প্রিয় ফুল
প্রিয় ফুল
পৃথিবীর বুকে ফুঁটেছিল একটি সাদা ফুল
মনের বিস্তীর্ণ সীমা জুড়ে ছড়িয়ে ছিল মূল,
পাঁপড়ির বলয়ে তার নিহিত সুবাস
দিয়েছিল মনের এক পূর্ণতার আভাস।
মুগ্ধ চোখে করতাম শুধু সে ফুলের দর্শন
তাঁর স্নিগ্ধতায় বইতো মনে শান্তি সুখের বর্ষণ,
অনেক মৌমাছির আনাগোনা ছিল আশেপাশে
তবুও তার সৌরভ কমতো না তাতে ।
দিবানিশি সেই ফুলে হতাম আকুল
সুরভিত পরশের জন্য মন হতো ব্যাকুল,
তবুও ভ্রমরের মতো কভু চাইনি তা ছুঁতে
শুদ্ধতার আবেশে ছিল মন শান্তিতে ।
হঠাৎ করে এক শান্ত গোধূলিতে
ঝরে গেল সেই ফুল দমকা হাওয়াতে,
ভুলের মাঝে ছিল অনুতাপ যতো
হারানোর যন্ত্রণার ব্যথা জ্বালায় অবিরত।

