প্রিয় মানুষ
প্রিয় মানুষ
প্রিয়া তুমি কি বোঝো ভালোবাসার মানে?
আকাশ বাতাস চন্দ্র সূর্য মায় গোটা বিশ্ব তা জানে।
প্রিয়া তুমি কি জানো - কেন পাখি ওড়ে গানে?
বোঝে ডানা মেলে ওড়াই মুক্ত ভালোবাসার মানে ।
প্রিয়া তুমি কি জানো - বাতাস কি বলে কানে কানে?
সে চায় বিহঙ্গের মতো উড়ে যেতে ভালোবাসার টানে।
প্রিয়া তুমি কি শুনেছো - কখনো হৃদয়ের সুরের মানে?
ভালোবাসার শক্তি যা পৃথিবীর অপর প্রান্ত থেকেও টানে।
তুমি মন দিয়ে শোন,,,,,,, তুমি ভালো করে বোঝো,
তবুও কেন অবুঝের মতো ভালোবাসা খোঁজ?
অবুঝ ভালোবাসাকে আঁকড়ে হৃদয়ে থাকি তুমি বোঝো ?
প্রিয়া তুমি আজও অবুঝ ভালোবাসার সেই পুরনো
দিনগুলোকে টানো ?
আমার ভালো লাগে ভাবতে সেই দিন গুলোকে নিয়ে,
স্মৃতিগুলো শান্ত কিন্তু আজও হারায়নি তাদের প্রানও।
প্রিয়া তুমি সবই বোঝ, তবে কেন তৃষ্ণার্ত কাকের মতো
ছোটাছুটি করে ভালবাসার কাছে আকুল হয়ে প্রিয় মানুষ খোঁজ ?
তাই আমি বলি, তুমি সত্যি সরল ও অবুঝ ,
তোমার প্রিয় মানুষ পাগল হয়ে খুঁজে বেড়ায় রোজ,
তুমি কি কখনো নিয়েছো তার খোঁজ?
প্রিয়তমা তুমি সত্যিই সরল ও অবুঝ।

