প্রিয় বন্ধুরা
প্রিয় বন্ধুরা
কথা দিয়েছিলে তোমরা থাকবে সাথে
যে ক’টা দিন দেহে আছে প্রাণ বায়ু
কথা কিন্তু রাখোনি তোমরা ,
তাই কি দিনে দিনে কমে যাচ্ছে আয়ু?
কথা দিয়েছিলে জীবনে এনে দেবে সুখ,
এনে দেবে শান্তির নির্মল বাতাস,
উল্টো পথ দিয়ে গেলে প্রাপ্য যাতনা,
তবে কেন করো আমায় উপহাস?
যত ভাবি ভূলে যাবো,
তত বেশি মনে পড়ে যায়,
গোপনে কি বশ করেছো আমায়?
কিন্তু কেন এমন হয়?
হঠাৎ উতলা হয়ে যায় মন,
দুচোখের কোণে অশ্রু জমে,
চঞ্চল হয় মন,
এর নাম বুঝি ভালবাসা
এই বুঝি আপন জন।
দুচোখে ঘুম নেই,
পেটে হয় না খিদে,
অজানা কিভাবে দিন রাত্রি কেটে যায়
তোমাদের অপেক্ষায় ।
কবে তোমরা দেখা দেবে?
কবে তোমরা স্বপ্ন থেকে বাস্তব হয়ে ধরা দেবে?
স্বপ্ন আমি তোমাদেরই অপেক্ষায় ,
দিনরাত এক করে গুণেছি শত অপেক্ষার প্রহর।
তোমাদের অপেক্ষায় জেগেছি রাতভর তোমরা আসোনি।
আমি শুধু তোমাদেরই পথ চেয়ে থেকেছি,
তোমরা আসবে বলে।
ভাঙা মন আরো ভেঙেছো
কিন্তু তবুও আমি তোমাদেরই অপেক্ষায়
জানি তোমরা ঠিক আসবেই।
