প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু
তোর যখন মন খারাপ থাকে
যখন একলা বসে আকাশ দেখিস,
খুব কাছেই আমি আছি
তোর ইচ্ছে হলে আমায় ডাকিস।
যখন তোর রঙিন স্বপ্ন সব
তার হারিয়ে ফেলে যত রং,
গোধুলীর আবীর মাখিয়ে
রাঙিয়ে দিবো তোর মন।
দুঃখের কালো মেঘ কভু
যদি আসে আঁধার করে,
আমি উড়িয়ে দেবো সব মেঘ ,
সুখের কালবৈশাখী ঝড়ে।
বন্ধু, আমরা দুজন প্রিয় বন্ধু
ছিলাম, আছি , আর থাকবো,
আমাদের একটাই তো জীবন
চল ,সুখ নিয়ে আমরা বাঁচবো ।
