প্রিয়তম
প্রিয়তম


ভোরের কিরণে প্রথম দেখা
নতুন দিনের, নতুন সখা,
সেই তো!
হাত বাড়াতেই ধরলে হাত
মানলে নাতো জাত পাত,
এমনি তো!
হোক না মন দুঃখে ভরা
কিম্বা সুখে উপচে পড়া,
যদি ও!
ঘড়ির কাঁটার ঢং ঢঙানি
বলে দেবে তুমিই জানি,
তবু ও!
অঙ্কুরেতে স্নিগ্ধ সতেজ
ধীরে ধীরে বাড়ে আমেজ,
জানি তা!
সূর্য যখন মাঝ গগনে
ছোট্ট হয়েই তাকাও পানে,
মানি তা!
পশ্চিমেতে আবীর ঢেলে
সূয্যি মামা অস্ত গেলে,
হায়রে!
আপন ছায়া সঙ্গ ছাড়ে
বন্ধুত্বেও ছেদটি পড়ে,
ভাইরে!
আবার আশা নতুন দিনে
প্রিয়তম থাকবে সনে,
ঠিক ই!
চিরকালের বন্ধু সে যে
সঙ্গী সে প্রতি কাজে,
নয় কি!!