প্রিয় কবি
প্রিয় কবি
ওগো প্রিয় কবি,
তুমি আমার হৃদয়ের ছবি,
ভুবনে আলোর কিরন রবি,
তোমার কাব্য কিরণ মেখে,
প্রস্ফুটিত হচ্ছে আরো,
কত শত শত কবি।
তুমি যে ধরায় দিয়ে গেছো;
কত প্রাণ প্রেম সুধারসে ঢালী,
সে সবের মাঝে ডুবেছি আমি।
তৃপ্ত স্নানে স্নাত হয়েছি ,
মজে রয়েছি তোমার যত রয়েছে,
সে সব কাব্য গীতির মাঝে!
হয়ে রয়ে গেছি তোমার
কাব্য- কানন মালি!
কাটেনা আমার ঘোর,
রয়েছি আবেশে!
ভাবছি পারবো কি জানতে;
তোমার সমস্ত সত্তা অবশেষে??
তুমি তো বিশাল সমুদ্র।
তোমার নেই পারাপার,
তুমি যে দিয়ে গেছো এত কিছু
সে তো তোমার করুণা অপার।।

