পরিচয়
পরিচয়


আমি আছি।
কাছাকাছি।
ছুঁয়ে নিতে আসি তোমার চোখের নীলাঞ্জন।
আকাশের শামিয়ানায় অন্দরখোলা আমন্ত্রন।
শুন্যতা ভেঙে ভেঙে পূর্ণতার অভয়
নিষ্কলঙ্ক রাত। সান্নিধ্য স্বভাব শুচিময়।
আমি আছি।
কাছাকাছি।
ছুঁয়ে নিতে আসি তোমার চোখের নীলাঞ্জন।
আকাশের শামিয়ানায় অন্দরখোলা আমন্ত্রন।
শুন্যতা ভেঙে ভেঙে পূর্ণতার অভয়
নিষ্কলঙ্ক রাত। সান্নিধ্য স্বভাব শুচিময়।