STORYMIRROR

Subrata Nandi

Fantasy

2  

Subrata Nandi

Fantasy

প্রেমিক হতে চাই না

প্রেমিক হতে চাই না

1 min
367


আমি চাই না শুধু তোমারই প্রেমিক হতে!

চাই আপন মনে উজানে নাও ভাসাতে।

চাই না মিথ্যের সাথে যাপন চিত্র লিখতে,

চাই আপন মন স্পন্দন অনুভব করতে।

আমি চাই না তোমার মায়াজালে জড়াতে,

চাই শুধু বন্ধুত্বের সহজ হাত বাড়াতে।

অনেকটা পথ হাঁটার পর ফিরে দেখতে চাইনা,

নতুন করে নকল ভালোবাসায় বিদ্ধ হতে পারবো না।

বন্ধুর কন্টকাকীর্ন পথে এখনও অনেক বেড়াজাল,

দেখি আগামীর নব পথ সুগম না দুর্গম হয়?


Rate this content
Log in