প্রেমের চাষ
প্রেমের চাষ
স্বর্গীয় পার্বতী দাস স্মৃতি স্মরণে
শনিবারের কলম সৈনিক
পর্ব - ২৩০
বিষয় - এমনই চাষা বুদ্ধিনাশা তুই
কেনো দেখলি না আপনার ভুঁই
শিরোনাম - প্রেমের চাষ
কলমে - নিখিল মিত্র ঠাকুর
তারিখ - ১৯/১০/২০২৪
নিজের জমিন পতিত রেখে
ভরলি রে আগাছায়
হিংসা ঘৃণায় রাখলি ঢেকে
ভালোবাসা যে নাই।
হৃদয় খানি দেখলে চেয়ে
হতো যে প্রেমের চাষ,
শান্তির ধারা আসতো ধেয়ে
মিটতো রে মনের আশ।
অন্যের জমিনে প্রেমের চাষ
দেখে হচ্ছিস হতাশ
ঈর্ষার ঘরে গড়লি আবাস
তাই হলো বুদ্ধিনাশ।
উপরে ফেলে সব আগাছা
হৃদয় কর রে ফর্সা
দূর হবে নিজের সব কেচ্ছা
মানুষ হবে ভরসা।
