প্রেমের আঘাত
প্রেমের আঘাত
কখনো করোনা প্রেম,পাবে প্রেমে আঘাত,
জীবনে চলার পথে,
ঘটবে বড় ব্যাঘাত।
হতাশায় বিবর্জিত
হয়ে জীবনটাকে,
বাঁচতে পারবে ঠিকই
থেকে বিপাকে।
ভালোবাসো যদি
বেসো তা মন থেকে,
দিও না প্রতারনার
ছবি মনে এঁকে।
পাবেনা তুমি ছাড়
পস্তাবে একদিন,
পাবেনা হয়তো ক্ষমা
বুঝবে যেইদিন।
তাইতো প্রেম করোনা
থাকো এসব থেকে দূরে,
প্রেমের আঘাত ব্যাপক
বেঁচে থেকেও দেবে মেরে।
