প্রেমে পরার জন্য
প্রেমে পরার জন্য
তুমি গান শোনাবে ?
মেঠো পথে দুপুর রোদে
হাঁটতে হাঁটতে,
ক্লান্ত মন যখন তোমার শক্ত বাহুর
কাছে অক্লেশে ধরা দেবে,
তোমার ঠোঁটের ছোঁয়াতে সব ক্লান্তি শুষে নেবে।
তুমি গান শোনাবে?
আমার কানে কানে
রাতের জ্যোৎসনা যখন,
হঠাৎ করে অন্ধকারকে ভেদ করে
জানালা দিয়ে ঢুকে আসবে,
তোমার আমার শরীর......একাকার হবে।
তুমি গান শোনাবে?
জীর্ণ জীবনের শেষে
মুক্তির গান,
সব শিঙ্খল ভেঙে ন্গ্ন দেহে
পাপহীন আমি ,
নিত্য নতুন রূপে সাজবে
তোমার হাথে শুধু তোমাকে ভেবে।

