STORYMIRROR

Amaresh Biswas

Tragedy Romance

3  

Amaresh Biswas

Tragedy Romance

প্রেমার্ঘ্য

প্রেমার্ঘ্য

1 min
491



জুঁই, চামেলী,রজনীগন্ধা, গোলাপ বাগে          

আমার প্রবেশ নিষেধ

পকেট হাতড়িয়ে এক তোড়া ফুল কেনার

পয়সা জোটেনি।           


তবু আমি তোমাকে দিতে উপহার

বুনো ফুলে সাজিয়ে এনেছি ডালা

গর্ব নয় এটাই জেনো

পরম ভালবাসা।


ইষ্টিশানের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলাম

তোমার প্রতীক্ষায়

হাতে ঘড়ি ছিল না

বারং বার অধীর আগ্রহে জিজ্ঞাসা করছিলাম

দাদা কটা বাজে?


সময় পেরিয়ে যায়

নির্দিষ্ট ট্রেনেও তুমি এলে না।

আমি ধীরে ধীরে বাড়ীর পথে পা বাড়িয়েছি

আকাশে জেগেছে কাস্তের মত একফালি চাঁদ

তোমার মুখের মত স্নিগ্ধতা

তোমার হাসির মত জ্যোতস্নার ফোয়ারা।


অলীক কল্পনা আমাকে ভোলাতে পারেনি

তাই পিছুপানে তাকিয়েছি বার বার,

মনের মাঝে শুধু একটা কথা ব্যথার মত বেজেছিল

তুমি কেন এল না?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy