প্রেম
প্রেম


পূর্বরাগ
তোমার কথায় সময় থমকে যায়;
কল্পনার প্যারাসুটে বসে আকাশকুসুম-
মনের জানালায় তোমার অবিরাম আনাগোনা,
মেঘমল্লার বাজে ওই যায় শোনা।
প্রেম
অরোলিয়ার আকাশের অপূর্ব রঙ মনে,
তুমি তে প্লাবিত মন নদীর দুকূল,
বিরহে তোমার ছায়া যমুনার জলে।
সাজে অন্তর মন অভিসারে যাবে বলে।
পরিণয়
দুজনের নীড়ে ভালবাসার তাজমহল,
সানাইয়ের সুরে মিলনের অভিলাষ;
সুদূর পথ একসাথে চলবার অঙ্গীকার,
প্রেম কলস পূর্ণ হয়ে উপচে পরে বারবার।