প্রেম মানে
প্রেম মানে

1 min

11.8K
প্রেম মানে একসাথে সুখে দুখে পথ চলা৷
কত কথা অনুভবে না শুনেও বুঝে ফেলা!
নবারুণ অনুরাগে প্রাণে জাগে হিল্লোল;
অকারণে সুখ-পাখি হৃদ মাঝে খায় দোল!
প্রেম মানে মুখে হাসি, তবু কেনো চোখে জল ?
প্রেম মানে মনে ব্যথা, সুখস্মৃতি টলমল!
প্রেম মানে হাতে হাত, একসাথে বুড়ো হওয়া!
নিজেকে হারিয়ে ফেলে পুনরায় খুঁজে পাওয়া৷