প্রেম এখন
প্রেম এখন
নাক উঁচু অহেতুক আভিজাত্যের অহমিকা
অনাহুত প্রেম ভালবাসা,
এখানে এখন সবকিছুই নিপুন অভিনয় ও মেকি;
দুরত্বের হিসেব নিকেশ দূরে সরিয়ে ফেলে,
কাছে এসো প্রিয়তমা;
দুজনের দুই হৃদয়ে জ্বালি প্রেমের অগ্নিশিখা ।
এখানে এখন প্রেমে আর ভালবাসা নেই,
আছে অস্থিরতা কামনা মদির দুটি দেহের কাছে আসা,
উত্তাল প্রেমে হাবুডুবু মন ,
কিন্তু যৌনতায় প্রেম করে হাহাকার;
সুখ আছে, ভাল লাগা আছে, আর কি দরকার ?

