প্রার্থনা
প্রার্থনা
🙏প্রার্থনা 🙏
ভয়কে যেন করিতে পারিগো জয়
অভয় দানিও বিপদে হে মোর প্রেমময়।
দুঃখ জ্বালার জঞ্জাল যত ওগো
নিমিষেই তুচ্ছ যেন করিতে পারিগো।
ব্যথা বাজুক ফুলো মালা হয়ে গ'লে
সহ্য করিবার ক্ষমতা দিয়ে পলে পলে।
যারা অবহেলা করে যাইতে আসিতে
তাদের দিও উচ্চ আসন সকল সভাতে।
চাইনা আর কিছু যদি তুমি থাকো সাথে
হাত দুটো শুধু রাখিও ধরিয়া চলার পথে।
মন আমার কভু ছুঁইতে না পারে যেন মলিনতা
এটুকু দেখিও তোমার সমুখে থাকি যেন অবনতা।
আঘাত আসুক শত শত বক্ষ জুড়িয়া
বিশ্বাস আছে সবটুকু তুমি লইবে হরিয়া।
যাই যদি সুখে পড়ি তোমারে ভুলিয়া
মনে করাইয়ো তোমার কথা যাতনা দিয়া।
আনন্দবাজারে সুখ কুড়াইতে কুড়াইলাম দুখের বোঝা।
আসলে তো তখনও তোমারে হইয়া ওঠেনি বুঝা।
এইটুকু প্রার্থনা রাখি আমি তোমার দুয়ারে
অন্তিম কালে তোমার বক্ষে ধরিও আমারে।
©Sipra Debnath.
