STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

প্ল্যাটিনাম জোনাকি

প্ল্যাটিনাম জোনাকি

1 min
433

এই পৃথিবীর এক কোনে আছে আমাদের ছোট্ট ঘর,

এ যে বড়ই আশ্চর্য আস্তানা আমাদের সকলের।

আমরা তিন জন এঁটে যাই কোনোমতে, 

আরও অনেকেই কিন্তু থাকে আমাদের সাথে।

যদিও তাদের বাড়ি - ঘরের প্রতি কোনও দাবী নেই, 

জেনে গেছে একদিন এ পৃথিবী ছেড়ে, যেতে হবেই।

কোনো অজানা শত্রুর হাত থেকে বাঁচতেই,

আশ্রয় নিতে হয়েছে যে এই বাড়িটাতেই।

বারান্দায় রাখা ঐ আলমারীটা জুতোর ,

বেজিদের জন্যে বেশ ভালোই আতুরঘর।

শুধু নেই আলাদা ল্যাট্রিন, এটাই যা একটু মুশকিল !

ইঁদুর ও বেড়ালের সাথে আছে তো ওদের মিল।

ছানাপোনা মানুষ করে ওরা এই বাড়ির ঘরেই, 

কোথায় কিভাবে কখন ছোটো ছানা নিয়ে আসে,

কি জানি কি করে কোথায়, খাবার খুঁজে পায়, 

ছোটো ছানাদের সময় মতো খাওয়ায় ভালোবেসে।

মাঝে মাঝে কখনও ডাহুক ঘরে ঢুকে যায়, 

পা টিপে টিপে যেন একটু পায় চারি করে নেয়। 

হঠাৎ করে আমাকে দেখে ফেলে, লজ্জ্বায় পালায়, 

কিছু খেতে দিতে হবে, হয়তো সেকথা মনে করায়। 

জানালার গ্রীলের পথে রাতে বেড়াল ঢোকে ঘরে, 

এক মনে গম্ভীর হয়ে ইঁদুর শিকারের চেষ্টা করে। 

খোঁজ না পেলে, নীরবে জানালা গ'লে বেরিয়ে যায়। 

দিনের বেলায় অতিথি সাধু মথ ঘরে ঢুকে পড়ে, 

ফ্যান চললেও দেয়ালে চুপ করে বসে থাকে, 

কিছুতেই ভয় পেয়ে, বাইরে অযথা যায়না উড়ে, 

সারা রাত ধরে ঘরে বসে বসে মন দিয়ে ধ্যান করে। 

ঘরের আনাচে কানাচে থাকে আরশোলা, টিকটিকি, 

ব্যাঙ, তেঁতুলবিছা, লুকিয়ে থাকে আরো কি কি! 

রাতের অন্ধকারে ঘুম ঘুম চোখে চেয়ে দেখি, একি! 

আলো দিতে ঘরে, ঢুকেছে যে প্ল্যাটিনাম জোনাকি। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama