STORYMIRROR

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Drama Fantasy Inspirational

পল অনুপল

পল অনুপল

1 min
118

ভালোবেসে প্রিয় মানুষের চরণ ছুঁতে চাওয়া,

কপালে কারো স্নেহের আশীষ চুম্বন পাওয়া____

কারো বুকে ক্ষণিকের তরে ঠাঁই পাওয়া, 

ইচ্ছে ক'রে, প্রিয় কারো এঁটো খেতে চাওয়া,

শুধু এগুলোই যে কাছের মুহুর্ত তা কিন্তু মোটেও নয়।

কোনো খাবার খেতে গিয়ে কাউকে মনে পড়লেও, 

কাউকে না ছুঁয়ে কিছুটা সময় একসাথে কাটালেও, 

কিছু সময় অযথা কথা না বলে চুপ করে থাকলেও, 

নিজের শ্বাস অনুভব করে তাল মেলাতে পারলেও, 

ঐ সময়টুকুকেও কখনো কাছের মুহুর্ত বলে মনে হয়। 

কাউকে ভালোবাসলে সময় বড়ই দ্রুত বয়ে যায়,

চোখের পলকেই পল, অনুপল যেন বাতাসে মিলায়।

তাই তো জীবে প্রেমের কথা এতোবার বলা হয়,

মানুষ আর কতদিন, কতক্ষণ মানুষের সাথে রয় !

তাই বলি, মনে যেন সবসময় কারো না কারো তরে,

আপন মনে ভালোবাসার দখিনা বাতাস অনুক্ষণ বয়।

খুব সহজেই তাহলে যে জীবনে খুশী থাকা যায়,

তখনই মানুষ অপরের তরে অকারণে খুশী বিলায়।

ভালোবেসে সময়ের তরীতে একা পাড়ি দেওয়া,

এই পৃথিবীতে বড়ই কঠিন কাজ বলে মনে হয় ।

এই কাজটা কেউ যদি দক্ষতার সাথে শিখে যায়,

সে তো সব রকম পরিস্হিতিকেই জয় করে নেয়।

সময়কে সে জীবনে ভালোভাবে কাজে লাগায়,

মুহুর্ত, পল, বিপল, অনুপলকে কি সে হেলায় হারায়! 

না, জানিনা, তবে বোধহয় মহাকাল তার সঙ্গে রয়।

আসলে দুশ্চিন্তা ক্রমে মানুষের আয়ু করে ক্ষয়,

শরীর তখনই ভালো থাকে যদি মন খুব ভালো রয়।

তাই সব্বাই চেষ্টা ক'রে দুশ্চিন্তা বিসর্জন দাও ভাই,

গাছপালা, প্রানীজগত সকলকে আপন ভাবা চাই। 


Rate this content
Log in

Similar bengali poem from Drama