পক্ষপাতদুষ্ট
পক্ষপাতদুষ্ট


দূরে,
অনেক দূরে কোথাও
এক-পশলা বৃষ্টি হলে,
সেখান থেকে আসুক শুধু
একটু হিমেল হাওয়া,
একসমুদ্র জলের নীচে
স্পর্শকাতর যেমন বাঁচে
এইটুকুনি-ই চাওয়া…
পরশটুকুই মনের মাঝে আঁকড়ে ধরে রাখি
মনে মনেই বহুকাল ধরে শীতল হয়ে থাকি…
এইখানে তে না-ই বা হোলো
প্রয়োজনও নেই তার;
ভিজবে আমার চিলেকোঠা,
ভিজবে আমার খামার…
খেলার মাঠ, মেঠো পথ
করবে সবাই আড়ি…
আর না জানি কবে হবে
খেলার দেশে পাড়ি…
এই-তো আমার ছোট্ট ভুবন, চাইনা আমি শীতল প্লাবন
এইটুকুনি পক্ষপাতে-ই দুষ্ট নাহয় রইল জীবন !