অসময়ের জার্নাল
অসময়ের জার্নাল


(১)
আমার ডানামেলার আকাশ খুব নিচু
সেখানে নির্জন তামাকে চোখ জ্বলে
সেখানে চেতনা কুয়াশায়, ঝরা পাতায়...
অথচ সন্দেহের নাক খুবই উঁচু ।
আমার ব্যর্থতার বোঝা বেশ ভারী
আর নির্লজ্জতাও গাঢ় নীল
সেখানে অপমানের মাশুল নীরবতা...
অথচ তার নিশান সারি সারি ।
(২)
কতদিন... কত্তদিন পরে আজ
আমি তোমার পুরোনো এক ছবি দেখলাম!
কতদিন... কতদিন পরে... আজ
তোমার এক পুরোনো ছবি দেখে
আমি সারাদিনে একবারও ঘর ছেড়ে বেরোলাম না...
নিখুঁত শাড়ির ভাঁজ, আর চাঁদ-টিপের সেই ছবিতে
কোথাও কোনো দূষণ নেই
কোথাও কোনো ধুলো নেই
দাগ নেই ...
বহুদিন... বহুযুগ পরে... আজ
তোমার এক পুরোনো ছবি দেখে
আমি সারাদিনে একটাও সিগারেট ধরালাম না !