অসময়ের জার্নাল ০২
অসময়ের জার্নাল ০২

1 min

191
শুধু সময় জানে
কখন আমার শ্রান্ত চরণ
পথ ভুলে যায়...
শুধু সময় জানে
কখন আমার ভিখারি হৃদয়
কান পেতে রয়...
শুধু সময় জানে
ক্যামন করে শতাব্দীরা, এক-লহমায়
ঢেউ হয়ে যায়...
শুধু সময় জানে
কখন আমার নৈঃশব্দরা
ঐ-দুচোখের পলক ছুঁয়ে,
মেঘ হয়ে যায়...
সময়,
শুধু সময়ই জানে...