অসময়ের জার্নাল ০২
অসময়ের জার্নাল ০২




শুধু সময় জানে
কখন আমার শ্রান্ত চরণ
পথ ভুলে যায়...
শুধু সময় জানে
কখন আমার ভিখারি হৃদয়
কান পেতে রয়...
শুধু সময় জানে
ক্যামন করে শতাব্দীরা, এক-লহমায়
ঢেউ হয়ে যায়...
শুধু সময় জানে
কখন আমার নৈঃশব্দরা
ঐ-দুচোখের পলক ছুঁয়ে,
মেঘ হয়ে যায়...
সময়,
শুধু সময়ই জানে...