আর্তি
আর্তি


এখানে জীবন অস্থির হয়ে আছে
স্বপ্ন যেন রাঙতা মুড়ে ফেলে রাখা
প্রেম এখানে চায়ের ধোঁয়ার মতই
সম্পর্কও গোলকধাঁধায় বাঁধা ...
কখনও ফাগুনে আগুনে জ্বলেই খাঁক
কখনও আবার সব-টা পেয়েও আধা !
যেখানে জীবন জীয়ন-কাঠির ছোঁয়ায়
স্বপ্ন বোনে পেরিয়ে কাল-সীমানা,
প্রেমও যেথায় স্নিগ্ধ বটের ছায়া
এমন দেশের খবর আছে জানা ?
যদি খোঁজ পাও নিয়ে চলো হাত ধরে
এই শুধু আর্তি, প্রেমিকের অন্তরের...